দেশের মানুষের গড় আয়ু কমেছে: বিবিএস

ফাইল ছবি

দেশের মানুষের গড় আয়ু আগের তুলনায় কমেছে। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে উঠে এসেছে।

আজ সোমবার আগারগাঁওয়ের বিবিএস অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ২০২১ এর প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের জরিপ অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর।

তবে বিবিএসে মহাপরিচালক মতিয়ার রহমান জানান, পরিসংখ্যানগতভাবে এই বাড়া ও কমায় কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই।

নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর থেকে কমে ৭৪ দশমিক ১ বছর হয়েছে এবং পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর থেকে কমে ৭০ দশমিক ৬ বছর হয়েছে।

তবে এসময়ে সাক্ষরতার হার বেড়েছে। আগের বছরের ৭৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৭৬ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে।

Comments

The Daily Star  | English
NSC shop rent scam in Dhaka stadiums

Shop rent Tk 3 lakh, but govt gets just Tk 22,000

A probe has found massive irregularities in the rental of shops at nine markets of the National Sports Council (NSC), including a case where the government receives as little as Tk 22,000 in monthly rent while as much as Tk 3 lakh is being collected from the tenant. 

18h ago