সাপেকাটা কলেজশিক্ষার্থীকে ঝাড়ফুঁক, ৪ ঘণ্টা পর মৃত্যু

জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে এক কলেজশিক্ষার্থী মারা গেছে। উপজেলার মেরুরচরের দক্ষিণপাড়া  গ্রামে এ ঘটনা ঘটেছে। 

আজ বুধবার দুপুরে সাপে কাটার পর ওই কলেজশিক্ষার্থীকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ঝাড়ফুঁক দেওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

মৃত জাহাঙ্গীর আলম (১৮) দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

মেরুরচর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ধানখতে পানি দিতে যান জাহাঙ্গীর। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। 

জাহাঙ্গীরের চিৎকারে আশপাশের মানুষজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক ডেইলি স্টারকে বলেন, 'ঝাড়ফুঁক না করে যদি দ্রুত হাসপাতালে নেওয়া হতো, তাহলে হয়তো অপচিকিৎসায় ছেলেটা মারা যেত না। সচেতনতার অভাবে তার মৃত্যু হয়েছে।'

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মানিক ডেইলি স্টারকে বলেন, 'আমরা খবর পেয়ে ওই কলেজশিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছি।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

20h ago