বাংলাদেশ

সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু

‘রবীন্দ্রনাথ অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার নামে চেক জালিয়াতিসহ একাধিক মামলা ছিল।’

সাতক্ষীরা কারাগারে থাকা এক আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোররাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।

মৃত রবীন্দ্রনাথ দে (৬৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামের পরেশনাথ দে'র ছেলে। তিনি শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে বসবাস করতেন।

নকিপুরের বাসিন্দা সেলিম হোসেন বলেন, 'রবীন্দ্রনাথ অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার নামে চেক জালিয়াতিসহ একাধিক মামলা ছিল।'

সাতক্ষীরা জেলা কারাগারের ডেপুটি জেলার হাসেম রেজা জানান, বুধবার রাত ১১টার দিকে রবীন্দ্রনাথের তলপেটে ব্যথা শুরু হয়। এ ছাড়াও তার ব্লাড প্রেশার কমে গেলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ২০২২ সালের ২১ নভেম্বর থেকে একটি চেক জালিয়াতির মামলায় তিনি সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম বলেন, 'রবীন্দ্রনাথের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।'

Comments