পোল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত আরও ৩
ইউরোপীয় দেশ পোল্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ বাংলাদেশি আহত হয়েছেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন।
তিনি জানান, গতকাল পোল্যান্ডের সময় সকাল ১১টায় দেশটির ওয়ার্সা শহরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বাংলাদেশির নাম আল আমিন (২৫)। তিনি পাঁচ কায়বা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে।
নিহত আল আমিনের ভাই আব্দুল্লাহ ডেইলি স্টারকে জানান, আহতদের মধ্যে আছেন আল আমিনের বন্ধু রাকিব, যার বাড়ি একই গ্রামে। আর বাকি ২ জনের বাড়ি ঢাকায়।
আব্দুল্লাহ জানান, ভালো কাজের আশায় ৩ মাস আগে পোল্যান্ড যান তার ভাই আল আমিন। গতকাল সকালে আল আমিন ৩ বন্ধুর সঙ্গে একটি চাকরির ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিলেন। তখন দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
আহত রাকিবের বরাত দিয়ে আব্দুল্লাহ আরও জানান, আল আমিনের মরদেহ ওয়ার্সাতেই আছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, আল আমিনের মরদেহ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পরিবার।
Comments