ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে যুক্ত হচ্ছে স্কাউট ও বিএনসিসি

মানুষের মধ্যে অধিক জনসচেতনা বাড়াতে স্কাউট ও বিএনসিসি সদস্যদের নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি।
বাংলাদেশ স্কাউটস ও বিএনসিসির সঙ্গে সমন্বয় সভা করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপ রোধে মশক নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে কাজ করবে বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

মানুষের মধ্যে অধিক জনসচেতনা বাড়াতে স্কাউট ও বিএনসিসি সদস্যদের নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি।

আজ সোমবার দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এ বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএনসিসি মেয়র বলেন, 'ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নিয়েছি। ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে এবার মাঠে নামবে স্কাউট ও বিএনসিসি।  আমি বিশ্বাস করি, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।'

আগামী ১৭ মে মিরপুর অঞ্চলে মশক নিধনে মানুষের মধ্যে অধিক জনসচেতনা বাড়াতে স্কাউট ও বিএনসিসি সদস্যদের সঙ্গে নিয়ে মাঠে নামবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

Comments