ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে যুক্ত হচ্ছে স্কাউট ও বিএনসিসি

বাংলাদেশ স্কাউটস ও বিএনসিসির সঙ্গে সমন্বয় সভা করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপ রোধে মশক নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে কাজ করবে বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

মানুষের মধ্যে অধিক জনসচেতনা বাড়াতে স্কাউট ও বিএনসিসি সদস্যদের নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি।

আজ সোমবার দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এ বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএনসিসি মেয়র বলেন, 'ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নিয়েছি। ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে এবার মাঠে নামবে স্কাউট ও বিএনসিসি।  আমি বিশ্বাস করি, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।'

আগামী ১৭ মে মিরপুর অঞ্চলে মশক নিধনে মানুষের মধ্যে অধিক জনসচেতনা বাড়াতে স্কাউট ও বিএনসিসি সদস্যদের সঙ্গে নিয়ে মাঠে নামবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago