এটা সমাবেশ পণ্ডের চক্রান্ত: মির্জা ফখরুল

বিএনপির ঢাকার সমাবেশকে পণ্ড করার জন্য আজকের নয়াপল্টনের এই ঘটনা চক্রান্তমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান। ছবি: মুনতাকিম সাদ/স্টার

বিএনপির ঢাকার সমাবেশকে পণ্ড করার জন্য আজকের নয়াপল্টনের এই ঘটনা চক্রান্তমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সাড়ে ৪টায় পার্টি অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'আজকে হঠাৎ করেই তারা (পুলিশ) মারামারি শুরু করেছে। আমাদের নেতাকর্মীরা যারা এখানে ছিল তাদেরকে মারধর করেছে, টিয়ারগ্যাস ছুড়েছে, গুলি করেছে, তারা নিজেরাই বোমা ফোটাচ্ছে, সাউন্ডগ্রেনেড ছুড়ছে। সমাবেশকে পণ্ড করার জন্য এটি একটি চক্রান্তমূলক ঘটনা।'

তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, 'আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এখানে এসছি। তবুও আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমাকে বাইরে আটকে রেখে তারা ভেতরে ঢুকে নেতাকর্মীদের আটক করছে এবং নিঃসন্দেহে আরও বড় চক্রান্ত করছে।'

কতজনকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'আমাকে ঢুকতেই দিলো না শেষ পর্যন্ত। কতজনকে নিয়ে গেছে তারা জোর করে…  আমি দেখেছি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে তুলে নিয়ে যাচ্ছে।'

'আমরা অনুরোধ করবো পুলিশ ফোর্স এখান থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আমরা যাতে সমাবেশ করতে পারি সে ব্যাপারে আমাদের সাহায্য করার জন্য,' বলেন মির্জা ফখরুল।

 

Comments