হু হু করে বাড়ছে তিস্তা-যমুনার পানি, এ সপ্তাহের মধ্যে বন্যার আশঙ্কা

২-৩ দিনের মধ্যে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
তিস্তা ব্যারেজ। ছবি: এস দিলীপ রায়/স্টার

একদিকে তাপ প্রবাহ চলছে, অন্যদিকে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। উজানের ঢলের কারণে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ১ মিটার।

২-৩ দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করে বন্যাপরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য থেকে জানা গেছে, গতকাল সকাল ৯টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৭৫ মিটার। আজ একই সময় এই পয়েন্টে পানির উচ্চতা দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৫ মিটার। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১ মিটারেরও বেশি।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (বগুড়া) নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'উজানে (ভারতের আসাম-মেঘালয় অঞ্চলে) প্রচুর বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১ মিটারের বেশি পানি বাড়ছে। বগুড়ায় যমুনা নদীর বিপৎসীমা হলো ১৬ দশমিক ২৫ মিটার। অর্থাৎ আমাদের হাতে আছে আর ২ দশমিক ৪ মিটার। আগামী কয়েকদিনের মধ্যে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করবে বলে আমরা আশঙ্কা করছি।'

এদিকে ভারত আজ সকাল থেকে গজলডোবা ব্যারেজ খুলে দিয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Comments