মানিকগঞ্জে পাইকারি বাজারে মরিচের দাম কমে ২৫০ টাকা, খুচরায় ৫৫০

মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বাজার থেকে আজ রোববার তোলা ছবি। ছবি: জাহাঙ্গীর শাহ

একদিনের ব্যবধানে মানিকগঞ্জের পাইকারি ও খুচরা বাজারে মরিচের দাম কেজি প্রতি কমেছে একশ টাকা এবং খুচরা বাজারে কমেছে দেড়শ টাকা।

আজ রোববার জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা হাটে পাইকারি বাজারে মরিচ বিক্রি হয়েছে কেজিপ্রতি ২৫০ টাকা যা গতকাল ছিল ৩৫০ টাকা। অন্যদিকে আজ মানিকগঞ্জের বিভিন্ন খুচরা বাজারে মরিচ বিক্রি হয়েছে ৫২০ টাকা থেকে ৫৫০ টাকায় যা গতকাল ছিল ৬৫০ থেকে ৭০০ টাকা।

হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের গোড়াইল গ্রামের মরিচ চাষি সোরহাব বেপারি বলেন, 'আজ ঝিটকা হাটে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ২৫০ টাকা দরে। আমি ২০ কেজি মরিচ বিক্রি করে পেয়েছি পাঁচ হাজার টাকা। গতকাল বিক্রি হয়েছিল ৩৫০ টাকা দরে। একদিনের ব্যবধানে পাইকারি বাজারে মরিচের দাম কমেছে ১০০ টাকা।'

বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। 

মরিচের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে নামেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি বলেন, 'আজ খুচরা বাজারে মরিচ বিক্রি হয়েছে কেজি প্রতি ৫২০ থেকে ৫৫০ টাকায়। দেশে মরিচের আমদানি হচ্ছে। আশা করি দুই একদিনের মধ্যে মরিচের দাম কমে যাবে। তবে, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে মরিচের দাম বাড়ানো চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে আমরা অভিযানে নেমেছি।'

Comments

The Daily Star  | English

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

9m ago