পুলিশের ধাওয়ায় মৃত্যু: বরিশালে এসআইসহ ৪ সদস্য ক্লোজড

বরিশালে পুলিশের ধাওয়ায় একজনের মৃত্যুর অভিযোগে গৌরনদী মডেল থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
গৌরনদী মডেল থানা, বরিশাল। ছবি: সংগৃহীত

বরিশালে পুলিশের ধাওয়ায় একজনের মৃত্যুর অভিযোগে গৌরনদী মডেল থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার, কনস্টেবল ইসমাইল হোসেন, তরিকুল ইসলাম ও জিহাদ হোসেন (পিকআপ চালক)।

আজ শুক্রবার গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী জানান, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  

গত ১১ জুলাই বরিশালের উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে তাস খেলার আসরে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে মারা যান রফিক হাওলাদার (৪৮)।  

Comments