এবার রেলভবনে অস্থায়ী রেল শ্রমিকদের অবস্থান

রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেট এলাকা থেকে সরে গিয়ে এবার রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত রেলভবনে অবস্থান নিয়েছেন রেলওয়ের আন্দোলনরত অস্থায়ী শ্রমিকরা।
রেলভবনে অবস্থান নিয়েছেন অস্থায়ী রেল শ্রমিকরা। ছবি: স্টার

রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেট এলাকা থেকে সরে গিয়ে এবার রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত রেলভবনে অবস্থান নিয়েছেন রেলওয়ের আন্দোলনরত অস্থায়ী শ্রমিকরা।

অবস্থানরত শ্রমিকরা দ্য ডেইলি স্টারকে জানান, তারা রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসানের সঙ্গে কথা বলতে চান। এজন্য রেলভবনের সামনে অবস্থান নিয়েছেন।

এর আগে, আজ রোববার সকাল ১০টা থেকে কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকের একটি অংশ। চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নেন তারা।  

এফডিসি রেলগেট থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, দুপুর আড়াইটার দিকে পুলিশ এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা রেললাইন এলাকা ছাড়েন।

ফলে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়।

 

Comments