নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান

আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত ৩ বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান
রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ছবি: সংগৃহীত

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি আগামী ২৪ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌ-বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। 

আগামী ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত ৩ বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তিনি পূর্বতন নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হবেন।
 

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

9h ago