কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর নুরুল আবছার

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো. নুরুল আবছার। ছবি: সংগৃহীত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছার।

গত মঙ্গলবার জনপ্রাশসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, 'কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইন ২০১৬ এর ৫(২) অনুযায়ী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছারকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।'

নুরুল আবছার কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

Comments