শুক্রবার সমাবেশের জন্য বিএনপিকে আবেদন করতে হবে: ডিএমপি কমিশনার

বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।
ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ফাইল ছবি

পুলিশের অনুমতি না পেয়ে আগামীকাল বৃহস্পতিবারের মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে শুক্রবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

তবে শুক্রবার সমাবেশ করতে বিএনপিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নিতে হবে।

বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তনের প্রসঙ্গে জানতে চাইলে আজ বুধবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাদের এ জন্য আবেদন করতে হবে।'

এর আগে, গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে 'তারুণ্যের সমাবেশ' করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

তবে বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।

পরে আজ রাতে বিএনপি মহাসচিব এক জরুরি সংবাদ সম্মেলনে মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেন।

 
 

Comments