আলোকচিত্রে এ সপ্তাহের আলোচিত ঘটনা
এক নজরে এ সপ্তাহের আলোচিত ঘটনাগুলোর কয়েকটি।
ঝাঁকে ঝাঁকে আসছে সাগরের ইলিশ
দীর্ঘ অপেক্ষার পর ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ মাছ। ইলিশ পেয়ে খুশি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তবে নদীর মাছ না পাওয়ায় হতাশাও প্রকাশ করেছেন অনেকে।
ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছে না
আজ শনিবার পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৬৬ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৭ হাজার ৮৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭ হাজার ৬৭১ জন।
জাতীয় শোক দিবস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথাযোগ্য মর্যাদা দেশে ও দেশের বাইরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দল জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বৃষ্টিতে ঢাকার রাস্তায় জনদুর্ভোগ
টানা বৃষ্টিতে ঢাকার অনেক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঢাকার বিভিন্ন অলিগলি। বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, স্কুল শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ।
বৈদ্যুতিক গাড়ির জন্য দেশে প্রথম চার্জিং স্টেশন স্থাপন
বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি চার্জ করতে দেশে প্রথমবারের মতো চার্জিং স্টেশন স্থাপন করেছে 'এখন চার্জ'।
সর্বজনীন পেনশন
দেশের সাধারণ মানুষকে পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার। ৫০ বছরের কম বয়সী সবার জন্য এ সর্বজনীন পেনশন কর্মসূচি চালু হয়েছে।
নদী ভাঙন
এ বছর পদ্মা, যমুনা, মেঘনা, তিস্তা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে কুড়িগ্রাম, বগুড়া, জামালপুর, লালমনিরহাট, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, শরীয়তপুর ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এশিয়া কাপের স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তানজিদ
এশিয়া কাপের দলে রাখা হলো না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। ১৭ জনের দলেও জায়গা হয়নি তার। তবে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম।
Comments