আলোকচিত্রে এ সপ্তাহের আলোচিত ঘটনা

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ। ছবি: স্টার

রাজনীতির মাঠে সরব আওয়ামী লীগ-বিএনপি

জাতীয় নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে সরব হয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলো।

আসন্ন জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবিতে বিএনপি এবং এই দাবির বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগ অব্যাহত কর্মসূচি দিয়ে যাচ্ছে। সাপ্তাহিক কার্যদিবস ও সরকারি ছুটির দিনে কর্মসূচি নিয়ে মাঠে থাকছে দল ২টি।

স্টার ফাইল ছবি

২২ বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু

দেশে ২০০০ সালের পর চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। শুধু জুলাই মাসেই ডেঙ্গু ২০০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩০৩ জন।

এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন

এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে শিক্ষার্থীদের পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার কমে যাওয়া এবং ইংরেজি ও গণিতে অনেক শিক্ষার্থী খারাপ ফল করায় পাসের হার কমেছে।

বৃষ্টির অভাবে ফেটে চৌচির বরেন্দ্র অঞ্চলে আমনের জমি। ছবি: সংগৃহীত

বর্ষায়ও চৌচির বরেন্দ্র অঞ্চলে আমনের জমি

এ বছর বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ায় আমন চাষে দিশেহারা বরেন্দ্র অঞ্চলের কৃষক। বৃষ্টি-নির্ভর আমন চাষে কৃষকে এখন ভূগর্ভস্থ পানি দিয়ে সেচ দিতে হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। অতিরিক্ত খরচ থেকে বাঁচতে অনেকে ধান রোপণ না করে বৃষ্টির অপেক্ষায় আছেন।

গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে কয়েকজন অভিভাবকের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

টাঙ্গুয়ার হাওরে বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩৪ জন গ্রেপ্তার

'গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়' এবং সরকারের বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করার অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে তাদের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। শিক্ষার্থীদের আটকের পর মুক্তির দাবিতে কয়েকজন অভিভাবক বুয়েটের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হাতাহাতি। ছবি:স্টার

তারেক রহমানের পর জোবাইদাও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এই মামলার রায় ঘোষণার আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা। ছবি: সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার, ছাত্রলীগের হামলায় নুরসহ আহত ১৫

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

'মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে তুলে নিয়ে যাওয়া'র অভিযোগ তুলে এর প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। বিক্ষোভ মিছিলটি টিএসসি এলাকায় গেলে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন জিহাদসহ ছাত্রলীগ নেতাকর্মীরা এতে হামলা চালায়। এসময় নুরসহ গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হন।

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের একটি কক্ষ। ছবি: রাজীব রায়হান/স্টার

উপনির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটার খরা

সংসদ সদস্য আফছারুল আমিনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট শুরুর প্রথম ৩ ঘণ্টায় কেন্দ্রে কেন্দ্রে ভোটার খরা দেখা গেছে।

প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের একটি কক্ষে ডেস্কে ঘুমিয়ে ছিলেন নির্বাচনী কর্মকর্তা।

পানিতে ডুবে আছে চট্টগ্রামের ‘মেয়র ভবন’। ছবি: রাজীব রায়হান/স্টার

জলমগ্ন মেয়র ভবন

প্রবল বর্ষণে আবারও চট্টগ্রামের সব নিচু এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় মারাত্মক দুর্ভোগে পড়েছে নগরবাসী।

হাঁটু সমান পানিতে ডুবে আছে বহদ্দারহাট এলাকায় 'মেয়র ভবন'র নিচতলাও।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago