বাংলাদেশ নিয়ে দিল্লির কূটনৈতিক বার্তা

ভারত যা সঠিক মনে করেছে তাই করেছে: পররাষ্ট্রমন্ত্রী

মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্টার ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, 'ভারত শক্তিশালী গণতন্ত্রের দেশ। তারা যা সঠিক মনে করেছে, তাই করেছে।' আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পক্ষে যুক্তরাষ্ট্রকে ভারতের কূটনৈতিক বার্তা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী মোমেন বলেন, 'ভারতের সরকার পরিণত। তারা যদি নিজেদের স্বার্থ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কিছু বলে, তবে তা অবশ্যই এই অঞ্চলের জন্য উপকারে আসবে।'

প্রসঙ্গত, ডয়চে ভেলেতে সম্প্রতি 'হাসিনার পক্ষ নিয়ে অ্যামেরিকাকে বার্তা ভারতের' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'কূটনৈতিক নোটে ভারত জানিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে ভূরাজনৈতিক দিক থেকে তা ভারত এবং অ্যামেরিকা কারও পক্ষেই সুখকর হবে না। কারণ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে জামায়াতের মতো সংগঠনের ক্ষমতা বাড়বে বলে মনে করে ভারত।'

তবে, ভারতের ওই কূটনৈতিক বার্তা প্রসঙ্গে আর কোনো মন্তব্য করেননি পররাষ্ট্রমন্ত্রী।

সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, 'কোনো দেশ কি কোনো কারাদণ্ডপ্রাপ্ত কাউকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায়?'

তিনি বলেন, 'খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।'

ব্রিকসে যোগদান প্রসঙ্গে মন্ত্রী এ কে মোমেন বলেন, 'অর্থনৈতিক সুবিধার জন্য বাংলাদেশ এই জোটে যোগ দিতে চায়। এখানে ভূরাজনীতি থাকা উচিত নয়।'

'আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। উন্নত দেশগুলোর অনেকগুলোই চাহিদামতো অর্থায়ন পাচ্ছে না। ব্রিকস এতে সাহায্য করতে পারে,' যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

2h ago