সিরাজগঞ্জ

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে উপসহকারী ভূমি কর্মকর্তা বরখাস্ত

স্টার অনলাইন গ্রাফিক্স

ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে একজন উপসহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া নজরুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা ছিলেন। জেলা প্রশাসনের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগ পাওয়ায় গত বৃহস্পতিবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযোগ আছে, নজরুল ইসলাম ফেসবুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ইঙ্গিত করে 'আপত্তিকর মন্তব্য' করেন। জেলা প্রশাসকের নির্দেশে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago