বিচারপতিকে কটূক্তি, বিএনপি নেতা হাবিবুর রহমানের ৫ মাসের কারাদণ্ড

হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত

বিচারপতিকে কটূক্তি করে আদালত অবমাননার দায়ে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাস কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

একই আদেশে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

রায়ের আগে আদালত হাবিবুর রহমান হাবিবের জবানবন্দি গ্রহণ করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া বিচারক হাইকোর্টের বর্তমান বিচারপতি আখতারুজ্জামানকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন হাইকোর্ট।

সম্প্রতি একটি মামলায় হাবিবুরকে চার বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এরপর গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আজ আদালতে হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে রায় ঘোষণার পর বিরোধিতা করে চিৎকার করায় তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবের বিরুদ্ধেও আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে সৈয়দ মামুন মাহবুবকে ৫ ডিসেম্বর আদালতে তলব করেছেন হাইকোর্ট বেঞ্চ।

আদালত অবমাননার অভিযোগে সমন জারির পরও বিএনপি নেতা হাবিবুর আদালতে হাজির না হওয়ায় গত ৬ নভেম্বর হাইকোর্ট তার অবস্থান জানতে চায়। পরে ৮ নভেম্বর তাকে খুঁজে বের করতে এবং আদালতে হাজির করতে আইজিপিকে নির্দেশ দেন আদালত।

 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

2h ago