যেভাবেই হোক ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে: ইসি আলমগীর
আগামী ২৯ জানুয়ারির মধ্যে সাধারণ নির্বাচন না হলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, 'যেভাবেই হোক ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে, অন্যথায় সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা তৈরি হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। নির্বাচন কমিশন এটা হতে দিতে পারে না।'
নির্বাচন নিয়ে ইসি ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির ব্যাপারে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে যেকোনো সময় জাতীয় নির্বাচন করতে হবে। ৯০ দিনের ক্ষণগণনা শুরু হবে ১ নভেম্বর।
আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর করার দায়িত্ব ইসির নয়, তবে পরিবেশ সুন্দর করতে কমিশন এখনও কাজ করে যাচ্ছে।
Comments