৫.২ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আসাম
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সুপারভাইজার জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, '৬টা ৪৫ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের আসাম। এটি মৃদু ভূমিকম্প।'
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে ৩ কিলোমিটার দূরে।
বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনে ভূমিকম্পের প্রভাব পড়তে পারে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Comments