এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার নোয়াখালীর চাটখিল থানার জন্য নবনির্মিত পুলিশ ব্যারাক ও কনফারেন্স রুম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'নির্বাচন নির্বাচনের গতিতেই হবে।  আমরা মনে করি এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।'

আজ রোববার নোয়াখালীর চাটখিল থানার জন্য নবনির্মিত পুলিশ ব্যারাক ও কনফারেন্স রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, 'এদেশের জনগণ সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টির জন্য একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও বাংলাদেশকে অচল করার প্রচেষ্টা চালিয়েছে, জনগণ তাদের কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিএনপি ৯০ দিন জ্বালাও-পোড়াও আন্দোলন করেছে। সেই সময় সরকারের কিছু হয়েছে বলে আপনারা মনে করেন?  আমরা মনে করি জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ যাদের সঙ্গে নেই তারা যতই আস্ফালন দেখাক তাতে কিছুই হবে না।'

মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, 'দেশের সংবিধান অনুযায়ী যা হবে তাই আমরা করব। নির্বাচন কমিশন ভোটের শিডিউল ঘোষণা করবে। তখন সশস্ত্র বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন তাদের যেভাবে পরিচালিত করবে তারা সেভাবেই পরিচালিত হবে।'

'দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে' উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা তত্ত্বাববধায়ক সরকারের কথা বলেন আপনারা কি ইয়াজউদ্দিনের কথা ভুলে গেছেন? আপনারা কি দেড় কোটি ভুয়া ভোটারের কথা ভুলে গেছেন? এই ভুয়া ভোটারদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্দোলন করেছিলেন স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে দেশে যে ভোট হচ্ছে তা ওই আন্দোলনেরই ফসল।'

'নির্বাচন নির্বাচনের গতিতেই হবে। আমরা মনে করি এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে,' যোগ করেন তিনি।

এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুর এ আলম মিনা, স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Women's Affairs Reforms Commission

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

9h ago