নিখোঁজ ৩ কিশোরের মধ্যে একজন উদ্ধার

গতরাতে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সিলেট
স্টার অনলাইন গ্রাফিক্স

সম্প্রতি সিলেটের বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরের মধ্যে একজনের সন্ধান পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

উদ্ধার হওয়া ১৬ বছর বয়সী কিশোরকে সিলেটের জকিগঞ্জে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। গতরাতে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তবে সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকা ও গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল এলাকার নিখোঁজ দুই কিশোরকে এখনো উদ্ধার করা যায়নি।

উদ্ধারকৃত কিশোর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি আবাসিক মাদ্রাসার ছাত্র এবং গত ৪ অক্টোবর জকিগঞ্জের বাড়ি থেকে মাদ্রাসায় ফেরার পথে নিখোঁজ হন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, 'সে তিনদিনের ছুটিতে বাড়িতে এসে একদিন বেশি থেকে যায়। এতে তার বাবা, যিনি একটি মসজিদের ইমাম, রাগ করে তার পাঞ্জাবি ছিড়ে ফেলেন। ছেড়া পাঞ্জাবির জন্য মাদ্রাসা শাস্তি পাবে ভেবে সে অভিমান করে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে গিয়ে কাজ শুরু করে।'

তিনি জানান, 'সে তার মাকে একটি নম্বর থেকে একবার কল দিয়ে জানিয়েছিল যে সে একটি রেস্টুরেন্ট কাজ করছে। এই ফোন কলের সূত্র ধরে আমরা তাকে খূুজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।'

আরেক কিশোর খাদিমনগর থেকে গত ১৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। সে সিলেট সদরের একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্র এবং রুস্তমপুরে তার মামার বাড়িতে থাকত।

তার মামা সোহাগ হাওলাদার বলেন, 'সে স্কুলে পড়াশুনার জন্য গ্রামের বাড়ি বরিশাল থেকে সিলেটে আসে এবং আমার সাথেই থাকত। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায়, আমি ব্যবসার কাজ থেকে বাড়ি ফিরে আসার পর আর তাকে খুঁজে পাইনি।'

এ ঘটনায় সিলেটের শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, 'আমরা এখনো তাকে খুঁজছি।'

অপর কিশোর ৫ম শ্রেণির ছাত্র গত ২৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ।

তার বাবা হানিফ আলী বলেন, 'সেদিন সে মাদ্রাসায় যায়নি। সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।'

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, 'তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং আমরা তাকে খুঁজছি। যতদূর আমরা জেনেছি যে এর আগেও সে এভাবে নিখোঁজ থেকে পরে ফিরে এসেছে।'

Comments

The Daily Star  | English

Fire breaks out on LPG tanker at Kutubdia anchorage

31 people, including 18 crew comprising nine Bangladeshis, eight Indonesians, and one Indian, were rescued

42m ago