মিরপুরে আজও পোশাকশ্রমিক বিক্ষোভ, আ. লীগের ধাওয়ার অভিযোগ

রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ছবি: স্টার

বেতন বাড়ানোর দাবিতে গত কয়েকদিনের ন্যায় আজ বুধবারও রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এসময় তারা কয়েকটি পোশাক কারখানা ও দোকানপাটে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সকাল ১০টার দিকে ৩০০-৪০০ শ্রমিক ওই এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত কিছু শ্রমিক আশপাশের পোশাক কারখানায় প্রবেশ করে ভাঙচুর চালান ও দোকানপাটে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

তিনি আরও জানান, সাড়ে ১০টার দিকে হঠাৎ সেখানে লাঠিসোঁটা নিয়ে জড়ো হন কিছু যুবক। যাদের অনেকের গায়ে আওয়ামী লীগের লোগো সম্বলিত টি-শার্ট ছিল। তারা একযোগে শ্রমিকদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে আশপাশের বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যান শ্রমিকরা। কিছুক্ষণ পর সেই যুবকরাও ঘটনাস্থল ত্যাগ করেন। তবে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে ঘটনাস্থলে অবস্থান করতে দেখা গেছে।

ধাওয়া খেয়ে শ্রমিকরা পালিয়ে যাওয়ায় তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

তবে স্থানীয় রোজ ফ্যাশন পোশাক কারখানার মালিক ইকবাল হোসেন রুবেল ডেইলি স্টারকে বলেন, 'আমার কারখানাটি ছোট, মাত্র ৮০ জন কর্মী কাজ করেন। এরকম পাঁচ-ছয়টি কারখানায় ভাঙচুর করেছেন শ্রমিকরা।'

'আমার কারখানাটি বন্ধ ছিল। সকালে উত্তেজিত শ্রমিকরা গেটের তালা ভেঙে কারখানায় ঢুকে ভাঙচুর করেছেন। এসময় কয়েকজন শ্রমিকের মাথায় হেলমেট ছিল', যোগ করেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাসেম মোল্লা।

শ্রমিকদের ধাওয়া দেওয়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'পোশাকশ্রমিক পরিচয়ে বিএনপি-জামায়াতের লোকজন এসে কয়েকটি কারখানায় ভাঙচুর ও দোকান-পাটে হামলা করেছে। আওয়ামী লীগের কেউ শ্রমিকদের ধাওয়া দেয়নি। স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়েছে।'

গতকালও মিরপুর এলাকায় বিক্ষোভরত পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করতে মাঠে নেমেছিলেন ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী। তাদের মধ্যে একজনকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনি কয়েকটি গুলিও ছুড়েছিলেন।

Comments

The Daily Star  | English

From classroom to cobbler’s stall: boy’s dreams shattered by mob killing

Slain Ruplal's 14-year-old occupies his father’s empty seat to run his family

1h ago