রাজধানীতে আধঘণ্টায় ২ বাসে আগুন

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ছবি: সংগৃহীত

রাজধানীতে আজ বুধবার সন্ধ্যার পর দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর মধ্যে পুরান ঢাকার তাঁতিবাজারে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ও কাকলি এলাকায় রাত ৮টা ৮ মিনিটে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাঁতিবাজারে আকাশ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এদিকে, কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেওয়ার খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তাৎক্ষণিকভাবে এ দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

Comments