আরিচায় ১২ ঘণ্টা, পাটুরিয়ায় সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

এ সময় যাত্রীবাহী ছয়টি ফেরি মাঝ নদীতে আটকে ছিল। ভোগান্তিতে পড়েন ঘাটে অপেক্ষমাণ যাত্রীরা।
আরিচায় ১২ ঘণ্টা, পাটুরিয়ায় সাড়ে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
কুয়াশা কমে আসায় শুরু হয়েছে ফেরি চলাচল | ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে এবং সাড়ে সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এ সময় যাত্রীবাহী ছয়টি ফেরি মাঝ নদীতে আটকে ছিল। ভোগান্তিতে পড়েন ঘাটে অপেক্ষমাণ যাত্রীরা।

আজ রোববার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গতকাল সন্ধ্যার পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত ৯টার পর থেকে অনেকটা বৃষ্টির মতো ঝরছিল কুয়াশা। দুর্ঘটনা এড়াতে রাত পোনে ১১টায় দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

'এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই রো-রো ফেরি রুহুল আমিন ও সুফিয়া কামাল মাঝ যমুনায় নোঙর করে থাকে। আজ সকাল পৌনে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়,' বলেন তিনি।

খালেদ আরও বলেন, 'কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ পদ্মায় আটকা পড়ে রো-রো, কে-টাইপ (মাঝারি) ফেরি কেরামত আলী, বরকত ও মাধবী লতা।

'ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়ায় এনায়েতপুরী, হাছনা হেনা, খান জাহান আলী, শাহ পরান, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, ফরিদপুর এবং দৌলতদিয়ায় বনলতা, রজনীগন্ধা, গোলাম মওলা, করবী, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও মতিউর রহমান ফেরিগুলোর চলাচল বাতিল করা হয়। সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে,' বলেন তিনি।

Comments