ভারতে আটক নাবিকদের ফেরাতে আলোচনা চলছে: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আলোচনার মাধ্যমে শিগগির ভারতে আটক ৭৮ নাবিককে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার আসন্ন সফর নিয়ে এদিন সন্ধ্যায় ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রায় এক দশক পর আগামী ১৫ ডিসেম্বর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ঢাকায় আসছেন।

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৮ নাবিক ও মাছ ধরার দুটি নৌযান ভারতের ওডিশার প্যারাদ্বীপে নিয়ে যাওয়ার ব্যাপারে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জসীম উদ্দিন বলেন, 'এ বিষয়ে আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছেন, তাদের ফেরানোর বিষয়ে আলাপ-আলোচনা চলছে।'

'আমাদের প্রত্যাশা, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা শিগগির তাদের দেশে ফিরিয়ে আনতে পারব,' যোগ করেন তিনি।

গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি তার সংসদকে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, এই বিষয়টি তিনি ঢাকায় স্পষ্ট করেছেন কি না? অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের কথা বলছেন, তার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা নেই সেটি তিনি প্রমাণ করার চেষ্টা করেছে কি না এবং তাকে ফেরানোর আইনি পথ সুগম হচ্ছে কি না?

জবাবে পররাষ্ট্রসচিব বলেন, 'বাংলাদেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবকে আমাদের পক্ষ থেকে বলেছি, তিনি ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটি আমাদের অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না। এটি যাতে তাকে অবহিত করা হয়। এর প্রত্যুত্তর তিনি ভারতে ফিরে গিয়েও দিয়েছেন।'

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে জসীম বলেন, 'এটি আন্তঃমন্ত্রণালয়ের বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে, তখন আমরা পরবর্তী প্রক্রিয়া ‍শুরু করবো।'

মিয়ানমার প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মিয়ানমারের বর্তমান পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি।'

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago