বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনোই তালা দেয়নি: ডিএমপি

ডিএমপির অনুসন্ধানে দেখা যায়, কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগ ২৯ অক্টোবর সকালে গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করেন। 
DMP-1.jpg
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, তারা কখনোই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয়নি।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিবৃতিতে ডিএমপি জানিয়েছে, আজ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

বুধবার রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চাবি ফেরত পাওয়ার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনারের কাছে একটি চিঠি দেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে সংবাদ বিবৃতির সত্যতা নিশ্চিত করেছেন। 

এতে আরও বলা হয়, 'বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন যে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দিয়ে রেখেছিল। ডিএমপি এর আগে একাধিকবার বলেছে যে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনোই তালা দিয়ে রাখেনি। তবুও ডিএমপি বিষয়টি নিয়ে অনুসন্ধান করে।'

ডিএমপির অনুসন্ধানে দেখা যায়, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ শেষে প্রধান কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগ কার্যালয়ে রাত্রিযাপন করেন। ২৯ অক্টোবর সকালে তিনি কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করেন। 

এ সংক্রান্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে সংরক্ষিত আছে বলেও বিবৃতিতে জানানো হয়।

ডিএমপি বলছে, 'বিএনপি অফিসে তালা দেওয়া নিয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য এবং ডিএমপি কমিশনারের কাছে চাবি ফেরত চেয়ে  চিঠি যথাযথ নয়।'

Comments