কসবা-আখাউড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় করার ঘোষণা আইনমন্ত্রীর

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

টানা তিনবার আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় নিজ উপজেলা কসবায় আজ শুক্রবার আনিসুল হককে দেওয়া গণসংবর্ধনায় তিনি এ ঘোষণা দেন।

আইনমন্ত্রী বলেন, 'এই কসবা-আখাউড়ায় আমি একটি বিশ্ববিদ্যালয় করব। আপনারা জানেন, অনেক রকমের বিশ্ববিদ্যালয় আছে। একটা হচ্ছে সাধারণ বিশ্বিবদ্যালয়, যেখানে সবকিছু পড়ানো হয়। একটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে গুরুত্ব দেওয়া হয় কৃষিতে। আরও হচ্ছে মেডিকেল কলেজ, যেখানে ডাক্তারি পড়ানো হয়। আরেকটা হচ্ছে কারিগরি বিশ্ববিদ্যালয়। আমি এই এলাকায় সাধারণ বিশ্ববিদ্যালয় করব না, আমি যদি করি হয় কারিগরি বিশ্ববিদ্যালয়, নাহলে একটা মেডিকেল কলেজ।'

পাবলিক বিশ্ববিদ্যালয় করতে গিয়ে এই এলাকার উর্বর জমির কোন ক্ষতি করা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, 'বিশ্ববিদ্যালয় করতে গিয়ে যদি ৩০/৪০ একর মানে ১২০ বিঘা জমি অধিগ্রহণ করা হয় তাহলে পরে এই জমিগুলোতে কোনো ফসল হবে না। এই কথা চিন্তা করে আমরা খাস জমি খুঁজছি। আমরা খাস জমির ওপরেই একটা বিশ্ববিদ্যালয় করার ব্যবস্থা করব।'

কসবা উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দূরবর্তী পশ্চিমাঞ্চলের চারটি ইউনিয়নের জন্য নতুন একটি হাসপাতাল স্থাপনেরও ঘোষণা দেন আইনমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'তোমরা কারিগরি ও কম্পিউটার শিক্ষা অর্জন কর। আমি এই এলাকার ১৬০০ যুবককে সরকারি চাকরি দিয়েছি, আরও যুবককে দেবো। তোমরা কারিগরি দক্ষতা অর্জন করলে চাকরি দিতে সুবিধা হবে।'

কসবা পৌরসভার সাবেক মেয়র ও গণসংবর্ধনা উদযাপন কমিটির সদস্য সচিব এমরান উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

1h ago