নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ৪০০ চাকমা

বাংলাদেশে ঢোকার জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে অপেক্ষা করছেন মিয়ানমারের ৪০০ চাকমা।
ঘুমধুম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ঢোকার জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে অপেক্ষা করছেন মিয়ানমারের ৪০০ চাকমা।

এছাড়া টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত দিয়ে ৫ সদস্যের একটি রোহিঙ্গা পরিবারের অনুপ্রবেশ চেষ্টা আটকে দিয়েছে বিজিবি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমি এ দুটি ঘটনা সম্পর্কে শুনেছি। আমাদের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ঢুকতে দেয়নি।'

'এখন পর্যন্ত আমাদের যে পলিসি তাতে আমরা কাউকে অনুপ্রবেশ করতে দেবো না,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'ওখানে মিয়ানমারের সরকারি বাহিনী এবং আরাকান আর্মির বিদ্রোহীদের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এতে তারা চরম দুর্ভোগে দিন পার করছে।'

তিনি আন্তর্জাতিক সংস্থার প্রতি তাদের খাদ্য সহায়তা দেওয়া এবং এ বিষয়ে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রসকে  উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

 

Comments