ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক( ডিআইজি) নুরে আলম মিনা আজ বান্দরবানের ঘুমধুমের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বর্তমানে অনেকটা শান্তিপূর্ণ এবং উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক( ডিআইজি) নুরে আলম মিনা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘুমধুমের সীমান্ত এলাকা পরিদর্শনকালে তারা এ কথা জানান।

এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, সীমান্তের চলমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিবর্তনের জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে উত্তর ঘুমধুমের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।

তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সীমান্ত এলাকার পরিস্থিতি অস্বাভাবিক বলা যাবে না।

পালিয়ে আশ্রয় নেয়া ৩৩০ বিজিপি সদস্যসহ অন্যান্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে তোফায়েল বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। ২-৩ দিনের মধ্যে এটি চূড়ান্ত হবে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বলেন, সীমান্ত পরিস্থিতি বিজিবি দেখছে। আমরা সহযোগিতা করছি। অস্ত্রধারী ২৩ জনকে আটক করে মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্তসহ আইনি প্রক্রিয়া চলছে। অন্য কোনোভাবে অপরাধীদের অনুপ্রবেশ হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তারা সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজন ও জনপ্রতিনিধিদের সাথে আলাপ করেন। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Iran says 'main target' of attack that hit Israel hospital was military site

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

14h ago