ঘণ্টা খানেক পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
আজ শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেট্রোরেলের একটি কোচের দরজা ঠিক মতো বন্ধ না হওয়ায় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
মেট্রোরেলের এক নিয়মিত যাত্রী নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, 'দুপুর সোয়া ২টার দিকে কাজীপাড়া স্টেশনে ঢুকে দেখি শিডিউল অনুযায়ী ট্রেন আসছে না। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেও ট্রেন পাইনি।'
Comments