হাতি পালনের লাইসেন্স ইস্যু-নবায়ন স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং অভিনেত্রী জয়া আহসানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
হাতি দিয়ে চাঁদাবাজি। স্টার ফাইল ফটো

ব্যক্তিগতভাবে হাতি পালনের লাইসেন্স দেওয়া ও নবায়ন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া, হাতি পালনের লাইসেন্স কেন দেওয়া হবে এবং বিদ্যমান লাইসেন্সগুলো কেন নবায়ন করা হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল দেন।

সার্কাস ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে প্রদর্শনীর উদ্দেশ্যে বা রাস্তায় চাঁদাবাজির উদ্দেশ্যে হাতির মালিক, প্রশিক্ষক এবং অন্যদের নিষ্ঠুরতা ও হাতির ওপর নির্যাতন চালানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

রুলে প্রশিক্ষণের নামে হাতি নির্যাতন রোধে কেন নির্দেশ দেওয়া হবে না, তার কারণ ব্যাখ্যা চেয়েছেন আদালত।

প্রাণী অধিকার সংস্থা পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং অভিনেত্রী জয়া আহসান এ রিট আবেদন করেছিলেন।

প্রশিক্ষণের নামে হাতিদের ওপর নির্যাতন এবং সার্কাসে হাতির ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে এ আবেদন করা হয়।

রিট আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার সাকেব মাহবুব এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

 

Comments