কাবা শরিফে অচেতন বাংলাদেশি, এগিয়ে এল সৌদি রেড ক্রিসেন্ট
ওমরা পালনের সময় মক্কার কাবা শরিফে অচেতন হয়ে পড়েছিলেন এক বাংলাদেশি।
খবর পেয়ে মক্কার সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স সেখানে গিয়ে উদ্ধার করে ৫০ বছর বয়সী ওই বাংলাদেশিকে।
পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
গত রোববার এ ঘটনা ঘটে বলে সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে, ওই বাংলাদেশির নাম-পরিচয় জানানো হয়নি প্রতিবেদনে।
#Bangladeshi pilgrim saved after falling unconscious at Grand Mosque courtyard https://t.co/ewWKor9xUd
— Saudi Gazette (@Saudi_Gazette) March 20, 2024
এতে বলা হয়, সৌদি রেড ক্রিসেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ওমরাহ পালনকারীকে অচেতন হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। সে সময় তার শ্বাস-প্রশ্বাস চলছিল না।
পরে তাকে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া হয় এবং এক পর্যায়ে তার হৃদস্পন্দন স্বাভাবিক হয়।
পরবর্তী স্বাস্থ্যসেবা দিতে তাকে কাবা শরিফের ৩ নম্বর জরুরি কেন্দ্রে স্থানান্তর করা হয়।
হজ ও ওমরাহ যাত্রীদের প্রাথমিক চিকিৎসার গুরুত্ব এবং অচেতন ও শ্বাসরোধ মোকাবিলা করার জ্ঞানদানের ওপর জোর দিচ্ছে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।
এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে ৯৯৭ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে তারা।
Comments