ছাগলধরা, ভাইমারা, সাপ খাওয়া—শ্রুতিকটু এমন ২৪৭ স্কুলের নাম পরিবর্তন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

দেশের বিভিন্ন জেলার শ্রুতিকটু নামের ২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা অনুযায়ী ২৪৭ বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। 

যেমন, বগুড়ার সারিয়াকান্দির ছাগলধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম হয়েছে সূর্যোদয় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরের ভাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম হয়েছে খারুয়ানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সাপ খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম হয়েছে বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত বছর শ্রুতিকটু বিদ্যালয়ের নাম বদলানোর উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সে সময় মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছিলেন, এ বিষয়ে দুটি কমিটি করা হয়েছে। জেলা পর্যায় থেকে প্রস্তাব পাওয়ার পর অধিদপ্তরের মাধ্যমে নামগুলো পরিবর্তন করে শ্রুতিমধুর ও স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযোদ্ধাদের নামে বিদ্যালয়গুলো নামকরণ করা হবে।

পরিবর্তন হওয়া বিদ্যালয়ের নামগুলো নিচে দেওয়া হলো।

 

Comments