দেশে ৬৭০৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ

ফাইল ছবি

সারাদেশে বর্তমানে ৬ হাজার ৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন রয়েছে বলে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বরিশাল-২ আসনের সরকার দলীয় সংসদ শাহে আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

স্পিকার শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে এটি প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, 'জরাজীর্ণ ভবনের পরিবর্তে অতিরিক্ত শ্রেণিকক্ষ ভবন নির্মাণের  জন্য ১ হাজার ১৩টি বিদ্যালয়ের তালিকা চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে পাঠানো হয়েছে। এ ছাড়াও ১০৩৬টি বিদ্যালয়ে পিইডিপিওর আওতায় ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদন করে এলজিইডিতে পাঠানো হয়েছে।'

তিনি বলেন, '২০২৫ সালের মধ্যে জরাজীর্ণ ও আধা পাকা ভবনগুলোর পরিবর্তে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। ইতোমধ্যে যেসব বিদ্যালয় জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদিত হয়েছে সেসব বিদ্যালয়ে নতুন ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কার্যক্রম চলমান।'

 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago