রিকশা চালানোর সময় অচেতন হয়ে চালকের মৃত্যু

এ সময় তার রিকশায় দুজন যাত্রী ছিলেন।
ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা নার্সিং কলেজের কাছে রিকশা চালানোর সময় এক রিকশাচালক অসুস্থ হয়ে মারা গেছেন। এ সময় তার রিকশায় দুজন যাত্রী ছিলেন।

আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল আউয়ালের (৪৫) বাড়ি হবিগঞ্জে। তিনি নারায়ণগঞ্জে থাকতেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক সুমন বসাক জানান, আব্দুল আউয়াল কলেজের কাছে রিকশায় দুই যাত্রী নিয়ে আসেন। এ সময় তিনি কাঁপতে থাকেন এবং হঠাৎ রিকশা থেকে পড়ে অচেতন হয়ে যান।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমন বসাক জানান, রিকশাচালক হিট স্ট্রোকে মারা যেতে পারে বলে তিনি ধারণা করছেন।

হাসপাতালের মেডিকেল অফিসার কিশোর কুমার জানান, রিকশাচালককে মৃত অবস্থায় আনা হয়। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Comments