৫ দিনের ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ঈদ উপলক্ষে বন্ধের পর আজ থেকে আবার চালু হয়েছে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম
টানা ৫ দিনের ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। ছবি: সংগৃহীত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

সকাল ৯টা থেকেই শুরু হয় বাণিজ্য। ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট।

বন্দরে সকাল থেকেই তিন হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগ দিয়েছেন।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহা দ্য ডেইলি স্টারকে জানান, ঈদুল ফিতর উপলক্ষে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ সকাল থেকে আবার শুরু হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ঈদে পাঁচ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। গত পাঁচ দিনে ২৭ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করেছে।

Comments