‘সবক্ষেত্রে নারীর সমঅধিকার অর্জনে সম্পৃক্ত থাকতে হবে’

সোমবার সকাল ১১ টায় সিরডাপ মিলনায়তনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

নারীবাদী সংগঠন নারীপক্ষ'র ৪০ বছরের পথচলার অভিজ্ঞতা নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা আয়োজিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় সিরডাপ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সম্পাদক, সহ-সম্পাদক, উপদেষ্টা সম্পাদক, বার্তা প্রধান, চিফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার ও রিপোর্টাররা অংশ নেন। এছাড়ও নারীপক্ষ'র সদস্য ও কর্মীরাও এতে অংশ নেন।

সভাটি সঞ্চালনা করেন নারীপক্ষ'র সভানেত্রী গীতা দাস। সভায় নারীপক্ষ'র ৪০ বছরের পথচলার অভিজ্ঞতা ও অর্জন নিয়ে উপস্থাপনা ও বক্তব্য রাখেন নারীপক্ষ'র সদস্য ও প্রকল্প পরিচালক সামিয়া আফরীন ও কামরুন নাহার।

সভায় নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে ৪০ বছর যাবত নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারী অধিকার নিশ্চিতকরণ ও নারীর প্রতি সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বিভিন্ন পর্যায়ে যেসব কাজ করেছে তা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।

উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা সঞ্চালনা করেন নারীপক্ষ'র প্রচার সম্পাদক মাহফুজা মালা। নারী আন্দোলনে নারীপক্ষ'র ভূমিকা, সাফল্য গাঁথা এবং নারী আন্দোলনের সাথে গণমাধ্যম কর্মীদের আরো কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে উপস্থিত সাংবাদ মাধ্যম প্রধানগণ মুক্ত আলোচনায় নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।

সভায় ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তোজা ৪০ বছর ধরে নারীপক্ষ'র পথ চলাকে সাধুবাদ জানিয়ে বলেন, 'নারীপক্ষ একটি গতিশীল সংগঠন। নারীর এগিয়ে যাওয়ায় প্রতিবন্ধকতাগুলো নিরসনে নারীপক্ষ বিস্তৃতভাবে ভূমিকা পালন করে যাচ্ছে। গণমাধ্যম প্রতিনিধি হিসেবে তাদের এ কার্যক্রমে আমরা পাশে আছি, থাকব।'

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ১৯৮৮ সাল থেকে নারীপক্ষ'র সাথে তার দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, 'আশির দশকের তুলনায় বর্তমানে রাষ্ট্র ও সমাজ নারীর জন্য আরও কঠিন যুদ্ধক্ষেত্র। গণমাধ্যম প্রতিনিধি হিসেবে, দেশ কি নারীবান্ধব হয়েছে কি না সে বিষয়টি আমাদের অনুধাবন করতে হবে এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা সব ক্ষেত্রে নারীর সমঅধিকার অর্জনে নারী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।'

সভায় দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, 'নারী মুক্তির দাবী আদায় নারীপক্ষ সাহসিকতার সঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নারীপক্ষ'র 'লড়াইটা ভাষারও' আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, 'নারীর প্রতি শব্দ চয়নের ক্ষেত্রে গণমাধ্যম সচেতন থাকার চেষ্টা করে এবং ভবিষ্যতে এই বিষয়ে আমরা আরও সচেতন থাকব।'

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ৪০ বছরে নারীপক্ষ'র অর্জন অনেক। প্রয়াত নাসরীন হকের সাথে এসিড সারভাইভারদের নিয়ে কাজের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তিনি নারী আন্দোলনে তরুণ নারীদের সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, 'নারীপক্ষ বিস্তৃত অর্জনের মধ্যে দিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। গণমাধ্যম সর্বদা নারী পুরুষ নির্বিচারে সংবাদ প্রকাশ করে কিন্তু তারপরও এখনো কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মধ্যে দিয়েই জনসাধারণের মধ্যে নারী আন্দোলন এর গুরুত্ব ও ইতিবাচকতা ছড়িয়ে পড়বে।'

মুক্ত আলোচনা শেষে সভা শেষ করেন নারীপক্ষ'র আন্দোলন সম্পাদক সাফিয়া আজীম।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago