এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক আজ বিকেলে চট্টগ্রামে পৌঁছাবেন

গতকাল সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙ্গর করে এমভি আব্দুল্লাহ

 

সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন।

জাহাজের মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকেল ৪টার দিকে তারা চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে আসবেন।

গতকাল সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙ্গর করে এমভি আব্দুল্লাহ।

কে এস আর এমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, ২৩ নাবিককে নিয়ে এমভি জাহান মনি-৩ নামে একটি ছোট লাইটার জাহাজ সকাল ১১টা নাগাদ কুতুবদিয়া থেকে রওনা হওয়ার কথা রয়েছে।

জাহাজটি দুপুর ২টা নাগাদ কর্ণফুলী নদীর মোহনায় পৌঁছাতে পারে এবং সেখান থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ছোট ছোট তিনটি টাগবোট সেটিকে পাহারা দিয়ে বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) এক নম্বর জেটিতে বিকেল ৪টা নাগাদ ভিড়বে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, এমভি আব্দুল্লাহ থেকে আমদানি করা পণ্য খালাস প্রক্রিয়া রাতেই শুরু হয়েছে।

জাহাজটির মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম দ্য ডেইলি স্টারকে জানান, জাহাজটির দায়িত্ব নিতে নাবিকদের নতুন একটি দল গতকাল রাত সাড়ে ১০টার দিকে জাহাজে গেছে। ফিরে আসা নাবিকেরা নতুন দলের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

এস আর শিপিং চট্টগ্রামের ব্যবসায়ী গ্রুপ কে এস আর এম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

বন্দরে পৌঁছালে কেএসআরএম এবং এস আর শিপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ২৩ নাবিককে অভ্যর্থনা জানাবেন বলে জানান মিজানুল ইসলাম।

এদিকে নাবিকেরা জেটিতে পৌঁছালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের সেখানে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

Comments