নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে বজ্রপাতে মা-ছেলেসহ তিন জন মারা গেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১১টা দিকে আলোকবালী গ্রামের ভাটিরচরে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক ডাক্তার (আরএমও) মোহাম্মদ মাহমুদুল কবির বাশার এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন নরসিংদী সদর উপিজেলার আলোকবালী উত্তর পাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) ও ছেলে ইমন মিয়া (১২) এবং রায়পুরা উপজেলার চর আড়ালিয়া এলাকার কাইয়ুম মিয়া (৩৫)।
স্থানীয়রা জানান, ভাটিরচরে ধান কাটতে গিয়েছিলেন তারা। সকাল সাড়ে ১১টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
মৃত্যুর ঘটনার নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও মাহমুদুল কবির বাশার বলেন, আমাদের হাসপাতালে তিন জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাদের শরীরে বজ্রপাতে আহতের চিহ্ন রয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Comments