অটোরিকশাচালকদের বিক্ষোভ, পুলিশের ধরপাকড়

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভে আগারগাঁওয়ের তালতলা রোকেয়া সরণী এলাকা থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। ছবি: রাশেদ সুমন/ স্টার

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনে মতো রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে অটোরিকশা চালকেরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্টাফ কোয়ার্টার, মোহাম্মদপুর, খিলক্ষেত ও আগারগাঁও তালতলা, গুলশান এলাকায় অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

আজ সকাল থেকেই রাজধানীর আগারগাঁও তালতলা রোকেয়া সরণীতে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকেরা। সকাল পৌনে ১১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা সড়কে মানববন্ধন করার প্রস্তুতি নিলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ঘোষণার প্রতিবাদে সকালে অটোরিকশাচালকেরা বিক্ষোভ করেন। ছবি: স্টার

এসময় কয়েক জনকে আটক করে পুলিশ ভ্যানে করে নিয়ে যায় পুলিশ।

অটোরিকশা চালকদের বিক্ষোভে সআগারগাঁওয়ের তালতলা থেকে একজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: স্টার

এরপরই অটোরিকশা চালকেরা সেখান থেকে চলে যান।

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভে সকালে আগারগাঁওয়ের তালতলা থেকে একজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: স্টার

ডেমরায় স্টাফ কোয়ার্টারে সকাল সোয়া ১১টার দিকে অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করলে পুলিশ ও চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও শটগানের গুলি চালায়।

ঢাকার ডেমরা এলাকায় পুলিশ ও ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয়রা জানান, বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রামপুরায় সকাল সাড়ে ৯টার দিকে বেটার লাইফ হাসপাতালের সামনে শতাধিক চালক সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে চালকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

গত ১৫ মে রাজধানীতে ব্যাটারি বা যন্ত্রচালিত কোনো রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেদিন বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় এই নির্দেশ দেন ওবায়দুল কাদের।

গতকাল অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা। 

 

Comments

The Daily Star  | English

Shahjalal International Airport Terminal-3: Operations face further delay

The launch of Dhaka airport’s third terminal faces a further delay, as the Civil Aviation Authority of Bangladesh (CAAB) is still negotiating an operation and maintenance agreement -- a prerequisite for starting services -- with a Japanese consortium.

9h ago