বংশালে অটোরিকশা থেকে পড়ে ইডেন কলেজের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বংশালে নর্থ সাউথ রোডে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী উম্মে সালমার (২৪) মৃত্যু হয়েছে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর বংশালে নর্থ সাউথ রোডে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী উম্মে সালমার (২৪) মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সালমা ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।

সালমার চাচাতো ভাই মোহাম্মদ হাসান দ্য ডেইলি স্টারকে জানান, ইডেন কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স ও সম্প্রতি মাস্টার্স শেষ করেছেন সালমা। ঈদের ছুটিতে তিনি গ্রামে গিয়েছিলেন।

তিনি আরও জানান, গত রাতে তারা লঞ্চে করে ঢাকায় ফিরেন। সদরঘাট নেমে ব্যাটারিচালিত রিকশায় কলেজ হোস্টেলে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি দ্রুত চলায় নর্থ সাউথ রোডে স্পিডব্রেকারে সজোরে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সালমা।

পরে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, যোগ করেন হাসান।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল কুণ্ডু ডেইলি স্টারকে বলেন, 'সালমা হাসপাতালে মারা গেছেন। তার চাচাতো ভাই হাসান সামান্য আহত হয়েছেন। ঘটনার পর রিকশাচালক পালিয়ে গেছেন। ঘটনার তদন্ত চলছে।'

Comments