এমপি আনার হত্যার তদন্তে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস ভারতের

এমপি আনার হত্যা
আনোয়ারুল আজীম আনার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত।

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, 'আমাদের পক্ষ থেকে ভারত সরকার এ বিষয়ে (এমপি আনার হত্যার তদন্ত) বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করছে।'

নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমপি আনার হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, 'ভারত সরকার বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করছে। ভারত ও বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো পরস্পরের সঙ্গে সমন্বয় করছে এবং নিজেদের মধ্যে তথ্য বিনিময় করছে।'

গত ১২ মে ভারতে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হন এমপি আনার। পরে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ করা হলে, তদন্ত শুরু করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পুলিশ।

দুই দেশের আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে পরে জানানো হয় যে, এমপি আনারকে কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে।

ঘটনা তদন্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির তিন সদস্যের একটি দল কলকাতায় যায়। পশ্চিমবঙ্গ সিআইডির সহযোগিতায় তারা ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করে।

ডিবি প্রধান হারুন-অর রশিদ জানিয়েছেন, নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার না করা গেলেও 'ডিজিটাল সাক্ষ্য ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের' ওপর নির্ভর করে হত্যাকাণ্ডের তদন্তকাজ পরিচালনা করা হবে।

e

Comments

The Daily Star  | English
6 patients died of dengue fever

6 die of dengue

1,370 patients hospitalised in the last 24 hours till this morning

42m ago