বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকামুখী লেনে ১০ কিলোমিটার যানজট

মহাসড়কের ঝাঐল ব্রিজের কাছে দুর্ঘটনার পর প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ছবি: স্টার

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের ঝাঐল ব্রিজের কাছে আজ সোমবার সকালে একটি লবণবোঝাই ট্রাক ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়।

এ সময় ট্রাকটি মহাসড়কে উল্টে গেলে, সকাল থেকেই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে। বেলা বাড়ার সঙ্গে গাড়ির দীর্ঘ লাইনের কারণে পশ্চিম মহাসড়কে দিনভর ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

এতে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে ঢাকামুখী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

বগুড়া থেকে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী মো. তিতুমীর যানজটের কারণে সময়মতো ঢাকা পৌঁছাতে পারেননি। দুপুর ১২টার দিকে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'বগুড়া থেকে ভোর ৪টার দিকে ঢাকার উদ্দেশে বের হয়ে ঝাঐল উড়াল সেতু পর্যন্ত এসে পৌঁছেছি। দীর্ঘ ৮ ঘণ্টায় বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতুই পার হতে পারিনি।'

জানতে চাইলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানি ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার কারণে ঝাঐল ব্রিজের কাছে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় ১০ কিলোমিটার দীর্ঘ সারি তৈরি হয়েছে। গাড়ির দীর্ঘ লাইন হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।'

তিনি জানান, দুর্ঘটনার পর দ্রুত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, 'একসঙ্গে অতিরিক্ত গাড়ি আসায় মহাসড়কে চাপ বেড়েছে। যানবাহনের চাপের কারণে দীর্ঘ সারি তৈরি হলেও দিনের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।' 

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

40m ago