মুক্তিযোদ্ধা কোটা: হাইকোর্টের রায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন
স্টার ফাইল ফটো

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি চাকরিতে নবম থেকে ১৩ম গ্রেডে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের সম্পূর্ণ পাঠ্য প্রকাশের পর সুপ্রিম কোর্ট সরকারকে এই আদালতে আপিলের আবেদন জমা দিতে বলেছে।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে সরকারের করা আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

গত ৫ জুন এক রিট আবেদনের শুনানি শেষে সরকারি চাকরিতে নবম থেকে ১৩ম গ্রেডে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ৩০ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস কে সাইফুজ্জামান ওই দিন দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের এ আদেশের মাধ্যমে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা পুনর্বহাল হলো।'

আজ আদালতে সরকারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজু।

 

Comments