কোটা আন্দোলন

শাহবাগ-সায়েন্সল্যাব সড়কে ‘বাংলা ব্লকেড’

সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: প্রবীর দাশ/স্টার

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সায়েন্সল্যাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার বিকেল ৪টায় নিউমার্কেটের দিক থেকে একদল শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করেন।

এর কিছু সময় পরে টিএসসি থেকে শাহবাগ মোড় এসে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের আরেকটি মিছিল।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: সুচিস্মিতা তিথি/স্টার

দ্য ডেইলি স্টারের সংবাদদাতা ও আলোকচিত্রী জানান, 'কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' ব্যানারে কয়েকশত শিক্ষার্থী অবরোধ করায় রাস্তার দুপাশে গাড়ি জমে যায়।

এর আগে, সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা কয়েক দফা সায়েন্সল্যাব মোড়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরে শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে কোটাবিরোধী স্লোগান দিতে শুরু করেন।

এদিকে, শাহবাগ মোড়ে বিকেল ৪টার আগ থেকে পুলিশের অবস্থান দেখা যায়। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা প্রথমে সড়ক ঘিরে ফেলে এবং পরে রাস্তায় রাখা লোহার ব্যারিকেড ব্যবহার করে সড়ক আটকে দেন।

শাহবাগ ও সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করায় মিরপুর রোড, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ ওই দুই এলাকা সংলগ্ন সব সড়কে যান চলাচল আটকে যায়।

আন্দোলনের এ পর্যায়টিকে 'বাংলা ব্লকেড' বলে উল্লেখ করে আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম গতকাল বলেছিলেন, 'সোমবার সারাদেশে বিকেল সাড়ে ৩টা থেকে ব্লকেড চলবে।'

তিনি বলেন, 'আমাদের ধর্মঘট অনির্দিষ্ট সময়ের জন্যে চলমান থাকবে। আমাদের ব্লকেড কর্মসূচি সারাদেশে আর বিভিন্ন পয়েন্টে চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত ব্লকেড করেছি। আগামীকালকের ব্লকেড ফার্মগেট অতিক্রম করবে।'

Comments

The Daily Star  | English

Raft of measures soon to tame inflation

The interim government has decided to double the amount of rice against one crore family cards and change the market monitoring strategy to tame inflation.

9h ago