কোটাবিরোধী আন্দোলন: কারওয়ান বাজারে রেললাইন অবরোধ

কারওয়ান বাজারে এফডিসি গেটের কাছে রেললাইনের ওপর কাঠের স্লিপার ফেলে অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকায় রেললাইন অবরোধ করেছেন। আজ সন্ধ্যায় কারওয়ান বাজারের এফডিসি গেটের কাছে শিক্ষার্থীরা রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

Comments