বাংলামোটর-কারওয়ান বাজার পেরিয়ে ফার্মগেটে ‘বাংলা ব্লকেড’

বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের একটি দল ফার্মগেটের দিকে যায়। ছবি: স্টার

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাহবাগ থেকে বাংলামোটর, কারওয়ান বাজার পেরিয়ে ফার্মগেট মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে একদল শিক্ষার্থী কারওয়ান বাজার হয়ে মিছিল নিয়ে ফার্মগেটের দিকে যায়।

শিক্ষার্থীরা ফার্মগেট অবরোধ করায় অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। ছবি: স্টার

এতে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অবরোধে আটকে পড়া অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। 

এর আগে, বিকেল ৪টার দিকে শাহবাগ, সায়েন্সল্যাব, নীলক্ষেত, চানখাঁরপুলসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন কয়েকশত চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী।

শাহবাগ থেকে একদল শিক্ষার্থী মৎস্য ভবন এবং আরেকদল শিক্ষার্থী বাংলামোটরের দিকে যায়।

অন্যদিকে, আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল সোয়া ৪টার দিকে সড়ক অবরোধ করে বলে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদ আলী দ্য ডেইলি স্টারকে জানান।

শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। তবে,  বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কোনো বিরোধের খবর পাওয়া যায়নি।

পল্টন থানার ওসি মনির হোসেন মোল্লা জানান, বিকেল ৫টার দিকে পল্টন মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।

 

Comments

The Daily Star  | English

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

14m ago