সচল হলো ফেসবুক

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সচল হয়েছে। আজ বুধবার দুপুর ২টা থেকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারছেন।

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইন্টারনেট স্বাভাবিক হওয়া শুরু করেছে। ফেসবুক এখন চালু আছে। ক্যাশ সার্ভারগুলো খোলা হচ্ছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুরোদমে চালু হয়ে যাবে।

এর আগে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে জানিয়েছিলেন বিকেলের মধ্যে চালু হবে ফেসবুক, টিকটক, ইউটিউব কার্যক্রম।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই  সারাদেশে মোবাইল ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, পরদিন থেকে বন্ধ রাখা হয় ব্রডব্যান্ডও। পরে গত ২৩ জুলাই ব্রডব্যান্ড সীমিক আকারে ফেরে। তবে ইন্টারনেট ফিরলেও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ বন্ধ রাখা হয়।

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago