বগুড়ায় সড়ক অবরোধ-মোড়ে মোড়ে আগুন, নিহত ৫

বগুড়ায় সংঘর্ষ। ছবি: স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে সকাল থেকে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারী। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। সবচেয়ে বেশি উত্তপ্ত বগুড়া শহর ও দুপচাঁচিয়া উপজেলা।

সন্ধ্যা পর্যন্ত সেখানে পাঁচজন নিহতের তথ্য পাওয়া গেছে। 

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামসুন্নাহার একজনের ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক আব্দুল ওয়াদুদ চারজনের নিহতের তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

রোববার সকাল ১১টার পরে বগুড়া সদর থানা, দুপচাঁচিয়া ও শেরপুর থানায় হামলা হয়েছে বলে জানিয়েছে বগুড়া পুলিশ সুপার জাকির হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপচাঁচিয়া থানায় হামলা হলে পুলিশ সেখানে গুলি ছোড়ে। গুলিতে অনেকে আহত হন।

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামসুন্নাহার ডেইলি স্টারকে বলেন, ১২ জন চিকিৎসা নিতে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান। তার মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। মাথায় গুলি লেগে তিনি নিহত হয়েছেন।

তার নাম মনিরুল ইসলাম (২৪)। তার বাড়ি কাহালু উপজেলায়।

আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, ওই হাসপাতালেও একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।

তিনি গুলিবিদ্ধ ছিলেন কি না এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি দ্য ডেইলি স্টার।

দুপুর ১টা পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নয়জন আহত চিকিৎসাধীন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English
Rethinking policing in Bangladesh

From force to service: Rethinking policing in Bangladesh

Reform requires transforming the very meaning of policing in a democratic republic from an authoritarian order.

5h ago